আনন্দ ডট কম নামে একটি কমন সার্ভিস সেন্টার ২০১৭ সালে শুরু করা হয়েছিল । বেশকিছুদিন সুনামের সাথে কাজ করার পর সেটিকে অনিবার্যকারনে কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল । আবারও সেটি সুনামের সাথে শুরু হচ্ছে আগামী ১ ই লা জানুয়ারি থেকে । আনন্দ ডট কম 2.0 বর্তমানে আর শুধু কমন সার্ভিস সেন্টার নেই । এর সাথে যুক্ত হচ্ছে আরও বেশ কিছু পরিষেবা । যা আগামী দিনে আরও প্রসারিত হবে । এবিষয়ে উল্লেখ্য আনন্দ ডট কম Digital Design Leadership Group এর একটি ইউনিট হিসেবে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের অনলাইন সার্ভিস দেবে ।
আমাদের ঠিকানা -
লাভপুর ( সাহাপাড়া) বীরভূম , পিন - 731303
মোবাইল - 7551067843
কি কি পরিষেবা পাবেন -
আগেই উল্লেখ করেছি আগামী ১ ই জানুয়ারি ২০২৫ থেকে থেকে আমাদের এই প্রতিষ্ঠান নতুন উদ্যমে শুরু হচ্ছে । আনন্দ ডট কমে আপাতত তিন ধরনের পরিষেবা নিয়ে শুরু করা হচ্ছে । যথা -
১. কমন সার্ভিস সেন্টার
২. কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র
৩. ব্যাঙ্কিং পরিষেবা
১. কমন সার্ভিস সেন্টার -
আনন্দ ডট কম প্রাথমিকভাবে একটি কমন সার্ভিস সেন্টার বা তথ্য মিত্র কেন্দ্র । এখানে সাধারন মানুষ বিভিন্ন ধরনের অনলাইন পরিষেবা পাবেন । যথা - জেরক্স, ফর্ম ফিলাপ, প্যান কার্ড তৈরি, মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, DTH রিচার্জ, ইন্সিওরেন্স, লোন পেমেন্ট, গ্যাস বুকিং, রেশন কার্ড সংশোধন, আমাজন শপিং, ফ্লিপকার্ট শপিং, ট্যাক্স ফাইলিং, GST ফাইলিং, বাস টিকিট বুকিং , ট্রেন টিকিট বুকিং , প্লেন টিকিট বুকিং ।
উপরের পরিষেবা ছাড়াও অনলাইনের সমস্ত পরিষেবা এই কমন সার্ভিস সেন্টার বা তথ্য মিত্র কেন্দ্রের মাধ্যমে পাওয়া যাবে ।
২. ব্যাঙ্কিং পরিষেবা
আনন্দ ডট কম কমন সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবার সাথে সাথে ব্যাঙ্কিং পরিষেবাও প্রদান করবে । AEPS সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষ এখান থেকে ব্যালেন্স এনকোয়েরি , টাকা তোলা , টাকা জমা দেওয়া , টাকা ট্র্যান্সফারের মত বেসিক পরিষেবাগুলির সুবিধা পাবেন ।
আমাদের ভবিষ্যতের লক্ষ্য এখানে একটি CSP তৈরি করা । যার মাধ্যমে আকাউণ্ট ওপেন , লোন পরিষেবাগুলিও চালু করা ।
৩. কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র
আগামী ১ ই লা জানুয়ারি থেকে লাভপুর শহরে শুরু হতে চলেছে নতুন একটি কম্পিউটার সেন্টার । বর্তমানে ভর্তি চলছে । এখানে শিশু থেকে যুবক সকলের প্রয়োজন অনুসারে কম্পিউটার কোর্স রয়েছে । প্রশিক্ষন শেষে ভারত সরকার অনুমোদিত CBMCE থেকে শংসাপত্র দেওয়া হবে । আমাদের কয়েকটি কোর্স নিচে উল্লেখ করা হল ।
1. Kids Computer Fundamental and Computer Science
2. CERTIFICATE IN INFORMATION TECHNOLOGY APPLICATION (CITA)
3. Diploma in Information Technology Application (DITA)
বর্তমানে ভর্তি চলছে । ভর্তির জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানা ও ফোন নাম্বারে ।
আমাদের ঠিকানা -
লাভপুর ( সাহাপাড়া) বীরভূম , পিন - 731303
মোবাইল - 7551067843
উপরিউক্ত পরিষেবা ছাড়াও আনন্দ ডট কম যেহেতু Digital Design Leadership Group ( DDLG ) এর একটি ইউনিট । এবং এখানে DDLG প্রতিষ্ঠানের প্রধান অফিস তৈরি হচ্ছে । তাই এখানে ডিজিটাল এজেন্সির সকল সুবিধাগুলিও পাওয়া যাবে । নিচে কয়েকটি পরিষেবার কথা উল্লেখ করা হল । যথা –
1. Web Design & Development
2. Custom Web Software Making
3. App Development
4. Cyber Security
5. Video Editing
6. Voice Editing
7. Social Media Management
8. Business Promotion
9. Business Linking
10. SEO Service
11. Content Creation
12. Graphic Design
আমাদের যোগাযোগ –
লাভপুর ( সাহাপাড়া) বীরভূম , পিন - 731303
Mob - 7551067843
Landline – 03463 296 702
Email - [email protected]
Website - DDLG.IN